সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০১ জুন, ২০১৬ ২১:০৩

ভারতে তিন তালাক বাতিলের দাবিতে পিটিশন

আইন আদালত ছাড়া কেবল মুখে তিনবার তালাক বলেই এখনো অনেক পুরুষ দাম্পত্য সম্পর্কের অবসান ঘটান। তবে ভারতে এই ব্যবস্থা বন্ধের দাবিতে অন্তত ৫০ হাজার নারী একটি পিটিশনে স্বাক্ষর করেছেন।

গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্য প্রদেশ, কর্ণাটক, তামিল নাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গসহ আরো কয়েকটি রাজ্যের নারীরা এতে স্বাক্ষর করেছেন।

দেশটির মুসলিম নারী আন্দোলনের নেতৃত্বে ওই আবেদনে স্বাক্ষর করা হয়েছে। এতে বলা হয়েছে, এভাবে তালাক বা বিচ্ছেদ ধর্মীয় বিধান সম্মত নয়।

নারীদের অধিকার নিয়ে কাজ করা ওই সংস্থাটি সাম্প্রতিক এক পরিসংখ্যানের বরাত দিয়ে বলছে, মৌখিকভাবে দেয়া তালাক ব্যবস্থার অবসান চান ভারতের ৯২ শতাংশ মুসলিম নারী।

তালাকের এই ব্যবস্থা বন্ধের দাবিতে জাতীয় নারী কমিশনকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আপনার মন্তব্য

আলোচিত