সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০২ জুন, ২০১৬ ১০:১৯

এই ক্ষুদের স্বপ্ন সিএনএন'এর সাংবাদিক হওয়ার

জান্না জিহাদ আয়াদ চলতি মাসে ৯ বছর পেরিয়ে ১০-এ পদার্পণ করেছে। ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবি সালেহ এলাকার বাসিন্দা সে।

এ বয়সেই জান্না সাংবাদিক হিসেবে নিজেকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছে। ৭ বছর বয়স থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে জান্না। যা তাকে জনপ্রিয় করে তুলেছে।

তার বেশিরভাগ ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল? খবর আল জাজিরার।

ফেসবুকে জান্না নিজের পরিচয়ে লিখেছে সংবাদকর্মী। ফেসবুকে তার একটা পেজও আছে? আর সেখানে তার অনুসারীর সংখ্যা ২২ হাজার। তার বেশিরভাগ প্রতিবেদন আরবি আর ইংরেজিতে।

জান্না জানিয়েছে, বড় হয়ে সে সিএনএনের রিপোর্টার হতে চায়। কেননা সিএনএন কখনোই ফিলিস্তিনের পক্ষে কথা বলে না।

জান্না জানায়, তার ক্যামেরাটি তার কাছে একটি অস্ত্র। এ যন্ত্রটিই অস্ত্রের চেয়ে শক্তিশালী। এটি দিয়ে সে ফিলিস্তিনিদের খবর অন্যত্র ছড়িয়ে দিতে পারে। অন্যরা সেটি সর্বত্র ছড়িয়ে দেয়।

আপনার মন্তব্য

আলোচিত