সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০১৬ ১১:৪৭

‘কুলি’ পদে পিএইচডি ডিগ্রিধারিও

কুলির চাকুরি, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল ক্লাস ফোর। কিন্তু ক্লাস ফোর উত্তীর্ণদের আবেদনের পাশাপাশি এমন লোকরা আবেদন করেছেন যেখানে দেখা যায় পিএইডি ডিগ্রিধারিও আছেন।

কেবলই যদি পিএইডি ডিগ্রিধারি একজন আবেদন করতেন তাহলে হয়ত ব্যতিক্রমি এক উদাহরণ হতো, কিন্তু দেখা গেল এই কুলির চাকরি পাওয়ার জন্য ৫ জন এমফিল, ২৫৩ জন স্নাতকোত্তর, ৯ জন স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ১০৯ জন ডিপ্লোমাধারী ব্যক্তি আবেদন করেছেন। মোট ৯৮৪ জন স্নাতক ডিগ্রিধারী আবেদন করেছেন এ পদের জন্য।

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। মাস ছয়েক আগে ভারতে সরকারি চাকরি কুলির পদের জন্য আবেদন চাওয়া হয়েছিল। যোগ্যতা চাওয়া হয়েছিল ক্লাস ফোর পাস। কিন্তু আবেদনপত্র দেখে চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের।

জানা গেছে, মোট পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে। আর এতে আবেদন করেছেন মোট ২ হাজার ৪২৪ জন। এ নিয়েই সমস্যায় পড়েছেন মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের কর্মকর্তারা।

গত বছর ডিসেম্বর মাসে এ পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আগামী আগাস্টে পরীক্ষা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত