সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৪ জুন, ২০১৬ ১৮:৩১

বেক্সিটের ফল দেখে স্বাধীনতার জন্য ফের গণভোটের কথা ভাবছে স্কটল্যান্ড

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে  গণভোটে স্কটল্যান্ডের বেশিরভাগ ভোট পড়েছিল ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে। কিন্তু পূর্ণাঙ্গ ফলে ৫২-৪৮ ব্যবধানে বেক্সিটপন্থিদের জিতে যাওয়ায় ব্রিটেন এখন ইইউ থেকে বের হয়ে যাবে। এই বেক্সিট পোলের ফলের পরই ব্রিটেন থেকে আলাদা হতে দ্বিতীয়বার গণভোট দেয়ার কথা ভাবছে স্কটল্যান্ড। এর আগে স্বাধীনতা চেয়ে ২০১৪ সালে গণভোট চালিয়ে বিপরীত ফল পেয়েছিল স্কটিশরা। তখন স্বাধীনতার পক্ষে ৪৫% ও বিপক্ষে ৫৫% ভোট পড়েছিল।  

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন এডিনবরাহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, " অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ২০১৪ সালের সাথে বর্তমানের অনেকটাই ফারাক হয়েছে। ব্রিটেন থেকে স্বাধীনতার প্রশ্নে আবার গণভোটের পরিস্থিতি তৈরি। এখন এটা সবচেয়ে বড় চাওয়া"।


নিকোলা আরও বলেছেন, স্কটল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে না থাকাটা  "গণতান্ত্রিকভাবে অগ্রহনযোগ্য"।

বিশ্লেষরা বলছেন, যেহেতু স্কটল্যান্ডের বেশিরভাগ মানুষ ইইউতে থাকার পক্ষে আর ব্রিটেন না থাকার পক্ষে  কাজেই বেক্সিটের পর স্বাধীনতার জন্য ফের গণভোট হলে ফলাফল ২০১৪ সালের থেকে ভিন্ন হতে পারে।


সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে

আপনার মন্তব্য

আলোচিত