অনলাইন ডেস্ক

২৪ জুন, ২০১৬ ১৯:৫৭

ক্যামেরনের উত্তরসূরি কে?

বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উত্তরসূরি হিসেবে বাজিকরদের পছন্দের তালিকায় শীর্ষে আছেন যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষে নেতৃত্ব দিয়ে প্রচার চালানো লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন।

শুক্রবার এক বিবৃতিতে বাজিকর কোম্পানি ল্যাডব্রোক্স একথা জানায়। ক্যামেরন তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করার পরপরই ওই বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ক্যামেরনের পর এ পদে বরিস জনসনকেই তালিকার শীর্ষে রাখা হয়েছে।

বাজিকরদের পছন্দের তালিকাতে এরপর রয়েছেন জর্জ অসবর্ন, তেরেসা মে, মাইকেল গোভ এবং স্টিফেন ক্র্যাব।

গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় আসার পরই পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

শুক্রবার গণভোটের ফল ঘোষণার পর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে ক্যামেরন বলেন, আগামী অক্টোবরের মধ্যে তিনি পদত্যাগ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত