সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ জুন, ২০১৬ ০৩:১৩

প্রায় ৭ কোটি শিশু মারা পড়বে ১৫ বছরে

ইউনিসেফের সতর্কতা

বর্তমান ধারায় চলতে থাকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেই ২০৩০ সালের মধ্যে প্রতিরোধ করা যায় এমন কারণে বিশ্বে ৬ কোটি ৯০ লাখ শিশুর মৃত্যু ঘটবে বলে সতর্ক করেছে ইউনিসেফ।

বিশ্বে শিশুদের অবস্থা নিয়ে মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘ সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এই আশঙ্কার কথা বলা হয়।

এতে বলা হয়, অবস্থার বদল না ঘটলে ২০৩০ সালের মধ্যে ১৬ কোটি ৭০ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করবে। এ সময়ে বাল্যবিয়ের শিকার হবে ৭৫ কোটি মেয়ে।

ইউনিসেফ বলছে, বিভিন্ন দেশের সরকার, দাতাগোষ্ঠী, ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থাগুলো সুবিধাবঞ্চিত শিশুদের প্রয়োজনীয়তার দিকে না তাকালে যে পরিস্থিতি দাঁড়াবে তার চিত্র উঠে এসেছে তাদের এই প্রতিবেদনে।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী শিশু মৃত্যু রোধ, শিশুদের স্কুলে নেওয়া এবং দারিদ্র্য বিমোচনে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি মাথায় রেখেই এই সতর্কবার্তা দিয়েছে ইউনিসেফ।


প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ দশকের তুলনায় বিশ্বে শিশু মৃত্যুহার কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে, ১২৯টি দেশে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া ছেলেমেয়ের সংখ্যা সমান হয়েছে এবং অতিদরিদ্র মানুষের সংখ্যা প্রায় অর্ধেক হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত