সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ১২:০১

তুরস্কের সেনাপ্রধান লাপাত্তা, ভারপ্রাপ্ত দায়িত্বে উমিত দানদার

তুরস্কের সেনাপ্রধানের খোঁজ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

শুক্রবার রাত থেকে তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টার পর শনিবার দেশটির সরকারি টিভি চ্যানেলে দেয়া এক ভাষণে তিনি বলেন, সেনাপ্রধান কোথায় আছেন, তিনি তা জানেন না। খবর এএফপির।

এরদোগান বলেন, সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হুলুসি আকার কোথায়, কী অবস্থায় আছেন, তিনি জানেন না। দেশের এ পরিস্থিতিতে উমিত দানদার তুরস্কের ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেবন বলে তিনি ঘোষনা দেন।

কোন দল এই ঘটনার সঙ্গে জড়িত, তা স্পষ্ট না হলেও জ্যেষ্ঠ কয়েকজন সেনা কর্মকর্তাসহ ৩৩৬জনকে আটকের খবর দিয়েছে গণমাধ্যম। রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের পুলিশ সদর দফতর এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলেও জানা গেছে।

শুক্রবার রাত থেকে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ  অভ্যুত্থানের চেষ্টা করে। শনিবার সকালেও দেশটির বড় বড় শহরে বিস্ফোরণ, গুলি ও সংঘর্ষ চলছে।

অভ্যুত্থানকারী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত