সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ১২:২৫

তুরস্কে সেনা অভ্যুত্থান ব্যর্থ

তুরস্কে চরম ডানপন্থি সরকারকে হটাতে সেনাবাহিনীর অভ্যুত্থানকে  ব্যর্থ করে দিয়েছে সেদেশের এরদোগানপন্থী জনগণ।
সরকারের পক্ষে রাজপথে অবস্থান নিয়েছে জনতা, পুলিশ আটক করছে বিদ্রোহী সেনা সদস্যদের।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান শনিবার প্রথম প্রহরে ইস্তানবুলে পৌঁছে বিমানবন্দরে এক ভাষণে বলেছেন, অভ্যুত্থানচেষ্টাকারীরা রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। এদিকে রাতভর চেষ্টার এক পর্যায়ে
অভ্যুত্থানকারীরা তুরস্কের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের দাবি করে, এরদোগানকে অপসারণ করা হয়েছে বলেও জানায় তারা। অপরদিকে এরদোগান সরকার এমন দাবি অস্বীকার করে সেনা বাহিনীর ক্ষুদ্র একটি অংশের অপচেষ্টা হিসেবে একে প্রচার করে।

এদিকে তুরস্কের অভ্যুত্থানচেষ্টাকারী সেনাদের আটক করার অভিযান চলছে। অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৭৫৪ সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাতোলিয়া নিউজ এজেন্সির বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

খবরে আরো বলা হয়, ২৯ জন কর্নেল এবং ৫ জন জেনারেলকেও সেনাবাহিনী থেকে অপসারণ করা হয়েছে।

তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে ভারী ট্যাংক নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালায় সেনাবাহিনী। দেশটির বড় বড় শহরগুলোতে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত ৬০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত থেকে অভ্যুত্থানের চেষ্টা শুরু হয়।

এদিকে এরদোগানের পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আপনার মন্তব্য

আলোচিত