সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ১৩:১৫

‘শরিয়া আইন অস্বীকার করলে মুসলিমদের আমেরিকায় স্বাগতম’

আমেরিকার মুসলমানরা শরিয়া আইনে বিশ্বাস করে কিনা তা যাচাই করে দেখার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক হাউস স্পিকার নিউট গিনরিচ। এই রিপাবলিকান নেতা বলেন, ‘পরীক্ষা করে যদি দেখা যায় কোনো মুসলিম শরিয়া আইনে বিশ্বাস করে তাহলে তাকে আমেরিকা থেকে বের করে দেয়া হোক।’

ফ্রান্সের নিস শহরে হামলার পর ফক্স টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গিনরিচ এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘পশ্চিমা সভ্যতা যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এরকম পরিস্থিতিতে আমাদের অবশ্যই কঠোর সিদ্ধান্ত নিতে হবে। পশ্চিমা সভ্যতার সঙ্গে ইসলামের শরিয়া আইন সম্পূর্ণ বেমানান। তবে আধুনিক মুসলমানরা যারা শরিয়া আইনকে অস্বীকার করবে তাদের আমেরিকায় স্বাগতম।’

প্রথমে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মুসলিমদের শরিয়ায় বিশ্বাস আছে কিনা তা জানার পরামর্শ দেন তিনি। পরে অনলাইন কার্যক্রম এবং মসজিদ মনিটরিংয়ের মাধ্যমে সেটা নিশ্চিত করলেই পরীক্ষায় সঠিক তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘ইসলামকে যে শান্তির ধর্ম বলা হয় সেটা আসলে একটা ভুয়া ধারণা, তবে মুসলমানরা যে সবাই খারাপ ব্যাপারটা তেমনও না।’

সূত্রঃ সিএনএন

আপনার মন্তব্য

আলোচিত