সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ জুলাই, ২০১৬ ২৩:২৮

মসজিদ নির্মাণে বিদেশি অর্থায়নে নিষেধাজ্ঞা চান ফরাসি প্রধানমন্ত্রী

মসজিদ নির্মাণে বিদেশি অর্থায়নের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির পক্ষে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।

সম্প্রতি ফ্রান্সে একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার দৈনিক লা মঁদেকে দেয়া এক সাক্ষৎকারে তিনি একথা বলেন।

ভলস বলেন, 'এটা সরকারের ব্যর্থতা যে এ সপ্তাহের গোড়ার দিকে গির্জায় হামলাকারী একজন জিহাদিকে অন্য একটি মামলায় মুক্তি দেওয়া হয়। বিচারাধীন ওই হামলাকারীর হাতে একটি ইলেক্ট্রনিক ট্যাগ ছিল।'

সম্প্রতি গির্জায় হামলাকারী আদিল কার্মেচের (১৯) বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ ছিল। আদিল এই অভিযোগে একটি মামলায় বিচারাধীন ছিলেন।

ভালস আরও বলেন, 'যেহেতু জিহাদি চার্চের ভেতরে একজন যাজককে হত্যা করেছে, এই ঘটনায় ধর্মনিরপেক্ষ ফ্রান্সে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই ইসলামের সঙ্গে ফ্রান্সের নতুন করে সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।'

ইমামদের উদ্দেশে ফরাসি প্রধানমন্ত্রী বলেন, 'অন্য কোথাও নয়, ফ্রান্সেই প্রশিক্ষণ নিন।'

উল্লেখ্য, ফ্রান্সে ১৮ মাসের মধ্যে তিনটি বড় ধরনের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী ভলস ও স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনেউবে তীব্র সমালোচনার শিকার হন।

সূত্রঃ এএফপি

আপনার মন্তব্য

আলোচিত