সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৩ আগস্ট, ২০১৬ ১২:২৫

প্রকাশ্যে প্রেম করায় বেত্রাঘাতের শাস্তি!

প্রেম করাও নাকি অপরাধ! গণতান্ত্রিক দেশে অবশ্য প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের স্বেচ্ছায় প্রেমে বাঁধা নেই। ইন্দোনেশিয়া গণতান্ত্রিক দেশে হলেও সেখানকার কিছু অঞ্চলে এখনো শরিয়া আইন চালু আছে আর সেই আইনের ফাঁদে পড়ত চরম লাঞ্ছিত হতে হয়েছে এক প্রেমিক যুগলকে।

সেদেশের বান্দা আচেহ প্রদেশের এক যুগল প্রকাশ্যে  তিনি প্রেম করেছিলেন এবং ডেটে গিয়েছিলেন৷ তাই জনসমক্ষে তাদের বেত্রাঘাত করা হল।

ইন্দোনেশিয়ার বান্দা আচেহর আল ফুরকান মসজিদের সামনে প্রেমিক যুগলকে ধরে এনে বেত্রাঘাত করা হয় বলে খবর৷ সেখানকার সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মসজিদের সামনে যুগলের অত্যাচারের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছিল বহু মানুষ৷

প্রথমে যুবতীকে এবং পরে যুবককে জনসমক্ষে বেত দিতে মারা হয়৷ শুধু তাই নয়, এই ঘটনা প্রত্যক্ষ করার জন্য সেখানে পুলিশরাও উপস্থিত ছিলেন৷ শরিয়ত আইন অনুযায়ী, প্রেম করা মানা৷ আর আইন না মানায় তাঁদের এই শাস্তি দেওয়া হল৷

আপনার মন্তব্য

আলোচিত