সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৫ আগস্ট, ২০১৬ ১২:২৫

রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল পদক খুঁজে দেবেন মমতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি হয়ে যাওয়া নোবেল পদক  সিবিআই না পারলে, তিনি নিজেই খুঁজে দেবেন বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার শান্তিনিকেতনে গিয়ে তিনি বলেন , ‘‘সিবিআই তদন্ত করছে, জানি। কিন্তু সিবিআই যদি না পারে, যদি ওদের (সিবিআই) পরিবর্তে আমাকে দায়িত্ব দেওয়া হয়, তা হলে রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল পদক আমি খুঁজে বের করবই। ওঁর নোবেল পদক চুরির ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। কারণ, রবীন্দ্রনাথ মানেই একটা সেন্টিমেন্ট। উনি রাজ্যের, দেশের, বিশ্বের। তাই আমারও দায়িত্ব থেকে যায়।’’

বিশ্বভারতীর ‘লিপিকা’য় বৃহস্পতিবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বিশ্বভারতীর তরফে সংবর্ধনা দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত