সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৮ আগস্ট, ২০১৬ ১০:১৫

ঝড় ও ভূমিধসে মেক্সিকোতে ৩৮ জন নিহত

মেক্সিকোর পূর্বাঞ্চলে গতকাল রোববার মৌসুমি ঝড় আর্লের প্রভাবে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩৮ জন মারা গেছে। এর মধ্যে পুয়েবলা রাজ্যেই ২৮ জনের প্রাণহানি ঘটেছে।

এএফপির খবরে জানানো হয়, স্থানীয় সরকার বলছে, ভূমিধসে বেশ কয়েকটি ঘরবাড়ি চাপা পড়েছে। বেরাত্রুজ রাজ্যের গভর্নর জানান, সেখানে ১০ জনের প্রাণহানি ঘটেছে।
 

পুয়েবলা রাজ্যের গভর্নর জানান, হুয়াচিন্যানগো শহরে প্রচুর বৃষ্টি হয়েছে। পুয়েবলার বেশ কয়েকটি মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। দুটি সেতু ধসে গেছে। বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ নেই।

বৃষ্টির কারণে পুয়েবলাতে দুই শতাধিক লোক গৃহহীন হয়ে পড়েছে। বেরাক্রুজে নদীগুলো ফুঁসে উঠেছে। সেখান থেকে অনেক পরিবার সরে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত