সিলেটটুডে ডেস্ক

১৪ আগস্ট, ২০১৬ ০১:২৫

সুইজারল্যান্ডে ট্রেনে আগুন দিয়ে এরপর ছুরি হামলা

সুইজারল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি চলন্ত ট্রেনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরানোর পর ছুরি হামলা চালিয়েছে এক যুবক। এতে ছয়জন আহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৩ আগস্ট) দুপুরে সেন্ট গালেনের সলেতে এ হামলা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সন্দেহভাজন হামলাকারী ২৭ বছর বয়সী সুইস বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। কোন সংগঠনও এর দায় স্বীকার করে নি।

বাচ ও সেনওয়াল্ড শহরের মাঝামাঝি সলে স্টেশনের দিকে ট্রেনটি যাওয়ার সময় ওই যুবক ট্রেনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা চালান তিনি। হামলাকারী নিজেও আহত হন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার পোড়া ও  ছুরিকাঘাতের জখম রয়েছে। আহতদের মধ্যে ছয় বছরের এক শিশু রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত