সিলেটটুডে ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৫

অগ্ন্যুৎপাতের মুখে সাকুরাজিমা আগ্নেয়গিরি!

জাপানের সাকুরাজিমা নামের অন্যতম সক্রিয় একটি আগ্নেয়গিরি যে কোন সময় অগ্ন্যুৎপাত শুরু করতে পারে।

বিবিসি জানিয়েছে, ৩০ বছর আগে সর্বশেষ সক্রিয় হয়ে উঠেছিল সাকুরাজিমা। বিজ্ঞানীরা বলছেন, অগ্ন্যুৎপাত ঘটানোর মত যথেষ্ট লাভা সঞ্চয় করে ফেলেছে এটি।

সাকুরাজিমা কিয়ুসু দ্বীপে অবস্থিত। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুরো দ্বীপের জন্যই আগ্নেয়গিরিটিকে হুমকি হিসেবে বর্ণনা করেছেন।

সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সাকুরাজিমার দূরত্ব ৪৯ কিলোমিটার। এছাড়া ছয় লাখ মানুষের শহর কাগোশিমার খুব কাছেই এর অবস্থান।

১৯১৪ সালে সাকুরাজিমা থেকে সর্বশেষ মারাত্মক লাভা উদগিরণ হয়েছিল। সেসময় ৫৮ জন নিহত হন। জাপান দ্বীপমালায় ১০০টির মত আগ্নেয়গিরি রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত