সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৫

বিজেপি থেকে পদত্যাগ করলেন সিধু

ভারতের সাবেক ক্রিকেটার, বিতর্কিত ধারাভাষ্যকার এই দুই পরিচয়ের বাইরে নবজ্যোৎ সিং সিধুর আরেকটি পরিচয় ছিল তিনি বিজেপি নেতা। তবে এবার সেই পরিচয়কে ছেঁটে ফেললেন তিনি।

বুধবার  (১৪ সেপ্টেম্বর) ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন সাবেক ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধু।

চণ্ডীগড়ে তার স্ত্রী নবজ্যোৎ কৌর সিধু গণমাধ্যমকে এ তথ্য জানান বলে এনটিভির খবরে বলা হয়। তিনি নিজেউ পাঞ্জাবের বিধানসভায় বিজিপির সদস্য ছিলেন।

গত জুলাই মাসে সিধু রাজ্যসভা থেকেও  পদত্যাগ করেন।

গত জুলাই মাসে রাজ্যসভা থেকে পদত্যাগের পর আম আদমি পার্টিতে যোগ দেওয়া নেওয়া অরবিন্দ কেজরিওয়ালের কথাবার্তা চলেছিল সিধুর। কিন্তু আলোচনা সফল না হওয়ায় তিনি ‘আওয়াজে পাঞ্জাব’ নামের একটি দল গঠনের ঘোষণা দিয়েছিলেন। তাঁর স্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ সময়ে এত কিছু চললেও তিনি আসলে এত দিন বিজেপি থেকে পদত্যাগ করেননি।

সিধুর স্ত্রী বলেছেন, সিধু নতুন দল গঠন করলে তিনিও বিজেপি থেকে পদত্যাগ করবেন।

সিধু তার দল থেকে মুখ্যমন্ত্রীর পদে লড়বেন। তার মতাদর্শের সঙ্গে মিলবে এমন ব্যক্তিদের দলে যোগ দিয়ে তার সঙ্গে হাত মেলাতে তিনি আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত