অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৩৪

স্বাধীনতার জন্যে ভারতীয় হস্তক্ষেপ চান বালুচ নেতা

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের স্বাধীনতার জন্যে ভারতের হস্তক্ষেপ চাইলেন বালুচ রিপাবলিকান পার্টির মুখপাত্র শেন মোহাম্মদ বুগতি।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় তিনি গণমাধ্যমকে বলেন, ভারত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বেলুচিস্তানের স্বাধীনতায় সেভাবে নয়াদিল্লির সহায়তা করা উচিৎ।

পাকিস্তানের কাছ থেকে বালুচিস্তানের স্বাধীনতা ছিনিয়ে নিতে ভারতের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

তিনি আরো বলেন, ভারতের উচিৎ বালুচ জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের স্বার্থে বালুচিস্তানের নির্বাসীত নেতাদের রাজনৈতিক আশ্রয় দেয়া।

উল্লেখ্য, বালুচিস্তান পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে একটি, এবং চরম অস্থিতিশীল প্রদেশ। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে এর অবস্থান। ভারত ভাগের পর থেকেই এই প্রদেশের মানুষ স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। যদিও শুরু থেকেই নামকাওয়াস্তে স্বায়ত্তশাসিত তারা।

তবে পাকিস্তান বরাবরই যেকোনো ধরনের আন্দোলনকে কঠোর হস্তে দমন করেছে।

এই অঞ্চলের সবচেয়ে বড় সম্পদ প্রাকৃতিক গ্যাস। পুরো পাকিস্তানের গ্যাস সরবরাহ হয় এখান থেকে।

আপনার মন্তব্য

আলোচিত