সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫৪

প্লেট নেই, মেঝেতে রোগীকে খাবার

ভারতের ঝাড়খণ্ডে একটি হাসপাতালে রোগীদের খাবার দেয়া হয় মেঝেতে। রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল রাচি ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে এটি করা হয়।

হাসপাতালটির বেহাল দশা নিয়ে স্থানীয় দৈনিক ভাস্করের সচিত্র প্রতিবেদন ভারতে শোরগোল ফেলে দিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, হাতে ব্যান্ডেজ নিয়ে পালমতি দেবী নামে এক রোগীকে বুধবার হাসপাতালের এক ওয়ার্ড বয় এসে প্রথমে মেঝে পরিষ্কার করতে বলেন।

এরপর তাকে ওই মেঝেতেই দুপুরের খাবার ভাত, ডাল ও সবজি ঢেলে খেতে বলা হয়। অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি হওয়া ওই রোগী রান্নাঘরের কর্মীদের কাছে প্লেট চাইতে গেলে নেই বলে তাকে ধমক দেয়া হয়।

অথচ শুনলে চমকে যেতে হবে এ হাসপাতালের বার্ষিক বাজেট তিনশ' কোটি রুপি। হাসপাতালটির পরিচালক জানান, এ ধরনের অভিযোগ প্রায়ই আসে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত