জুয়েল রাজ, যুক্তরাজ্য

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৪

জেরেমি করবিন পুনরায় লেবার পার্টির নেতা নির্বাচিত

ব্রিটিশ রাজনীতিতে সব জল্পনা কল্পনার  অবসান ঘটিয়ে দলীয় সদস্যদের ভোটে ৬২% ভোট বেশী পেয়ে ওয়েন স্মিথকে হারিয়ে পুনরায় লেবার পার্টির নেতা হিসাবে বিজয়ী হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে লিভার পুলে অনুষ্ঠিত বাৎসরিক সম্মেলনে, দলীয় সদস্য ও এমপি দের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করা হয় । ২০১৫ সালে ৫৯% ভোট পেয়ে দলীয়  নেতা নির্বাচিত হবার ১ বছরের মাথায় গত ২৩ জুন ব্রেক্সিট ইস্যুতে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে দলীয় পদ থেকে বিদায় জানাতে চেয়েছিল লেবার পার্টির একটি অংশ।

করবিন তাঁর অবস্থানে অনড় থেকে এক বছরের মাথায় দ্বিতীয় বারের মতো দলীয় প্রধান হিসাবে বিজয়ী হওয়া  ব্রিটেনের রাজনীতির ইতিহাসে প্রথম ঘটনা। সম্মেলনে  ৬ লাখ চুয়ান্ন হাজার ছয় জন সদস্যের মাঝে ৫ লাখ ছয় হাজার চারশত আটত্রিশ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এক হাজার বিয়াল্লিশটি ভোট বাতিল হয়েছে। করবিন পেয়েছেন ৩ লাখ তেরো হাজার দুইশত ৯ ভোট। স্মিথ এর প্রাপ্য ভোট ১ লাখ তিরানব্বই হাজার দুইশত ঊনত্রিশ।

ফলাফল ঘোষণার পর করবিন তাঁর উপর বিশ্বাস  রাখার জন্য সমর্থনকারীদের ধন্যবাদ জানান। প্রতিদ্বন্দ্বী  ওয়েন স্মিথকেও ধন্যবাদ জানান তিনি।

দলীয় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার ও আহবান জানিয়ে তিনি বলেন, " আমরা একই লেবার পরিবারের সদস্য এবং সেভাবেই আমরা এগিয়ে যাব।

আপনার মন্তব্য

আলোচিত