সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০১৬ ১১:২১

মহাত্মা গান্ধীর জন্মদিন

অহিংস আন্দোলনের প্রবর্তক মহাত্মা মোহন দাস করম চাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) ১৪৭ তম জন্মদিন আজ।

১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের গুজরাট রাজ্যের পরবনদার শহরে তিনি জন্মগ্রহণ করেন। মহাত্মা গান্ধী দেশটির জাতির পিতা। জাতিসংঘ তার জন্মদিনটিকে অহিংস দিবস হিসাবে ঘোষণা করেছে।

মহাত্মা গান্ধী ১৮৯১ সালে লন্ডনে আইন বিষয়ে পড়তে যান এবং বার-এট-ল ডিগ্রি অর্জন করেন। পরে একটি আইন কোম্পানির আইন পরামর্শকের চাকরি নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার ডারবানে চলে যান। সেখানে অবস্থানকালে প্রবাসী ভারতীয়দের রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের আন্দোলন শুরু করেন তিনি। এ সময় তিনি ইংরেজদের বিরুদ্ধে নানা আন্দোলনে নেতৃত্ব দেন।

১৯১৪ সালে গান্ধী ভারতে ফিরে এসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হন। ১৯২১ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে চলে আসেন। এ সময় তিনি ইংরেজদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সূচনা করেন। আন্দোলনের সময় বেশ কয়েকবার কারাবরণ করেন গান্ধী। ভারতের স্বাধীনতাপ্রাপ্তির পরের বছর, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নাথুরাম গডসে নামের এক আততায়ীর গুলিতে তিনি নিহত হন।

মহাত্মার জন্মদিন উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি বিশেষভাবে পালিত হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত