সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৬ ১৫:৫১

ভারত-পাকিস্তান ফের গোলাগুলি, ভারতীয় শিশু আহত

‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করে শুক্রবার পাকিস্তানি সেনারা ভারতের সীমান্তচৌকি ও বেসামরিক এলাকার দিকে মর্টারের গোলা ছুঁড়েছে বলে অভিযোগ করেছে ভারত।

ভারতের দাবি, নিয়ন্ত্রণরেখা জম্মু, কাশ্মীর ও রাজৌরি জেলায় পাকিস্তানি সেনারা এ হামলা চালায়। হামলায় একটি মেয়েশিশু আহত হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জনায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও সেনা এই হামলার ‘সমুচিত ও উপযুক্ত’ জবাব দিয়েছে।

খবর অনুযায়ী মুখপাত্র দাবি করেছেন, কোনো ধরনের উসকানি ছাড়াই রাজৌরির সুন্দেরবানি, পাল্লানওয়ালা ও নওশেরায় এবং জম্মুতে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ছোট ছোট অস্ত্র, স্বয়ংক্রিয় অস্ত্র, ৮২ ও ১২০ মিলিমিটারের মর্টার দিয়ে রাতভর গোলা বর্ষণ করে।

বিএসএফের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিএসএফের ২৪টি চৌকি লক্ষ্য করে গোলা ছোড়া হয়। বিএসএফ পাল্টা জবাব দিলে পাকিস্তানের পক্ষ থেকে গোলাগুলি বন্ধ হয়। গোলাগুলিতে পাকিস্তানের কয়েকটি চৌকি ও গ্রাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আর ভারতের এক মেয়েশিশু আহত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত