অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৬ ১১:৫১

নিজের বেতন নিয়ে কথা বললেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে সদ্যবিজয়ী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প তার প্রাপ্য বেতন নিয়ে কথা বলেছেন। প্রেসিডেন্ট হিসেবে নিয়ম অনুযায়ি বেতন নিতে হবে বলে তিনি বছরে মাত্র ১ ডলার বেতন নেবেন বলে জানিয়েছে।

সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান। গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচার ভিডিওতে তিনি প্রেসিডেন্ট হিসেবে কোন বেতন নেবেন না বলে অঙ্গীকার করেছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমি বেতন নিচ্ছি না। আমি তা নিচ্ছি না।’ তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, আমাকে আইন মেনে চলতে হবে। এ জন্য এক ডলার নেব, বছরে এক ডলার নেব।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে চার লাখ ডলার পেয়ে থাকেন।

স্থানীয় সময় ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবধানে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন সব জনমত জরিপে এগিয়ে ছিলেন। নির্বাচনে ট্রাম্প ২৯০ ও হিলারি ক্লিনটন ২২৮ ইলেকটোরাল কলেজ ভোট পান।

আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প।

আপনার মন্তব্য

আলোচিত