অনলাইন প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০১৬ ১৪:১৭

মিশরে মাটি খুঁড়ে ৭ হাজার বছরের পুরনো নগরী আবিষ্কার

মিশরের অ্যাভাইডাসে আনুমানিক ৭ হাজার বছরের পুরনো একটি নগরীর সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, বুধবার (২৩ নভেম্বর) সেখানকার  প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে ১৫টি বিশাল আকারের কবর, প্রচুর মৃৎশিল্প, ভাস্কর্য, তামা-পিতলের যন্ত্রপাতির সন্ধান পান। বিশেষজ্ঞরা বলছেন সন্ধান পাওয়া ১৫টি কবর উচ্চ সামজিক মর্যাদাশালীদের হতে পারে।  


মিশরের প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তা হানি আব্দুল আযম সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে প্রাচীন মিশরের এই নগরীতে রাজ কার্য সম্পাদন করা কর্মকর্তা ও নান্দনিক কারুকার্য শিল্পী, সমাধি নির্মাতারা বসবাস করতেন।

নতুন করে প্রাচীন একটি নগরীর সন্ধান পাওয়ায় মিশরের পর্যটন শিল্প আবার চাঙ্গা হবার আশা করছে সেদেশের সরকার। ২০১১ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর মিশরের পর্যটন শিল্পে ধ্বস নামে।


আপনার মন্তব্য

আলোচিত