নিউজ ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৬ ২১:০৬

রোহিঙ্গাদের আশ্রয় দিতে হিউম্যান রাইট ওয়াচ’র আহবান

মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইট ওয়াচ (এইচআরডব্লিউ)। বৃহস্পতিবার (২৪নভেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠনটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গোস্বামী এ আহ্বান জানান।

বাংলাদেশ সরকার ইতিমধ্যে জানিয়েছে তারা আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেবে না জানিয়ে মীনাক্ষী বলেন, বাংলাদেশ যুক্তি দিয়েছে তাদের পক্ষে এতো বিশাল সংখ্যক রোহিঙ্গার আশ্রয় দেয়ার সামর্থ্য নেই। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। সেখানকার অনিবন্ধিত রোহিঙ্গাদের অবস্থা আরও খারাপ। তারা, হাসপাতাল বা বাইরে কোথাও যেতে পারছে না। তাদের ভয় যে, তাদের আবার সীমান্ত পার করে দেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত