ইন্টারন্যাশনাল ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৬ ২০:৫৯

সড়কের পাশে বসে নিজের চপ্পল সেলাই করিয়ে নিলেন মন্ত্রী!

ভারতের তামিলনাড়ু রাজ্যে সড়কের পাশে বসে নিজের চপ্পল সেলাই করিয়ে নিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। চপ্পল সেলাইয়ের সেই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মন্ত্রীর ভুয়সী প্রশংসাও করেছেন মানুষ।

বিজেপি সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি তামিলনাড়ুর কোয়াইম্বেতুরে এলাকায় অলাভজনক আধ্যাত্মিক সংগঠন ইসা ফাউন্ডেশনের অনুষ্ঠানে যাচ্ছিলেন। কোয়াইম্বেতুর বিমানবন্দরে বিমান থেকে নেমে তাঁর চপ্পল ছিঁড়ে যায়। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি চর্মকারের খোঁজ করতে থাকেন। কিন্তু কাছাকাছি কোনো চর্মকারকে না পেয়ে গাড়িতে উঠে বসেন তিনি।

১৬ কিলোমিটার দূরে গিয়ে পথে একজন চর্মকারের দেখা মেলে। গাড়ি থেকে নেমে মন্ত্রী যান ওই চর্মকারের কাছে। চর্মকারের পাশে চৌকির ওপর বসে পড়েন মন্ত্রী। পা থেকে চপ্পল খুলে এগিয়ে দেন চর্মকারের দিকে। সেলাই শেষে পারিশ্রমিক হিসাবে মন্ত্রীর কাছে ১০ রুপি চান ওই চর্মকার। মন্ত্রী তাঁকে ১০০ রুপির নোট দিয়ে বলেন, ফেরত দেওয়ার দরকার নেই।

এ সময় স্মৃতি ইরানির সঙ্গে ছিলেন তামিলনাড়ু বিজেপির সাধারণ সম্পাদক বানথি শ্রীনিবাসন।

সূত্রঃ এনডিটিভি 

আপনার মন্তব্য

আলোচিত