সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৬ ২৩:৫৯

ভোট পুনর্গণনার বিষয়কে ‘হাস্যকর ও ষড়যন্ত্র’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন রাজ্যের ভোট পুনরায় গণনার বিষয়টিকে হাস্যকর এবং ষড়যন্ত্রমূলক বলে ব্যাখ্যা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে উইসকনসিন রাজ্যে ট্রাম্পের কাছে পরাজিত হন ডেমেক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন "নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ না করে বা তা নিয়ে ক্ষুব্ধ না হয়ে সে ফলাফলের প্রতি সম্মান জানানো উচিত"।

গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন এই ভোট পুনর্গণনাকে উদ্বুদ্ধ করেন। যদিও উইসকনসিনে হিলারি ক্লিনটন জয় পেলেও মিস্টার ট্রাম্পের জয়ের ফলাফল উল্টে দেয়া সম্ভব হবে না।

ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের শিবিরও ভোট পুনর্গণনায় যোগ দিবে বলে জানিয়েছে ক্যাম্পেইনের সঙ্গে জড়িত আইনজীবী।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবারে রাতে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন পাবলিক ফান্ড থেকে ভোট পুনর্গণনার জন্য অর্থ সংগ্রহ করে নিজ অর্থভাণ্ডার সমৃদ্ধ করতেই ড. স্টেইন এই কাজ করছেন।

"জনগণ তাদের পছন্দকে বেছে নিয়েছে এবং নির্বাচনও শেষ হয়ে গেছে"-বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে ড: স্টেইন ভোট পুনর্গণনার আবেদনের বিষয়ে সিএনএনকে বলেছেন "সঠিকভাবে নির্বাচন হয়েছে এবং সেখান থেকে আমরা সবাই উপকৃত হচ্ছি এটা জানার জন্যই এ আবেদন"।

মিশিগান এবং পেনসিলভানিয়ার ভোট পুনর্গণনারও অনুরোধ করেছেন ড: জিল স্টেইন।

আপনার মন্তব্য

আলোচিত