সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৬ ১৪:৪৪

‘আমিও খড়ম পরি, সাধুর জীবন কাটাই’

ভারতের পতঞ্জলি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রামদেবের বক্তৃতা নিয়ে আগে থেকেই তৈরি হয়েছিল অত্যুগ্র কৌতূহল। শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টা নাগাদ কোলকাতার নিউটাউনের পাঁচতারা হোটেলে তাঁর গাড়ি ঢোকামাত্রই সেই কৌতূহল কোলাহলে বদলে যায়। এক ঘণ্টার বক্তৃতায় রামদেব গুরুকুলে নিজের পড়াশোনা, হিমালয়ে যাত্রা, যোগসাধনা, রাজনীতি নিয়ে যেমন বলেছেন, তেমনই কালো টাকার বিরুদ্ধে অভিযানের জন্য ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে এ অভিযানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক অবস্থানেরও বেশ প্রশংসা করেছেন।

রামদেব ভারতে কেবল যোগগুরু হিসেবেই পরিচিত নন। তিনি কয়েক হাজার কোটি টাকার ব্যবসার প্রাণপুরুষও বটে। কোনো কোনো বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামীদিনে সেই ব্যবসা এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

শনিবার (৩ ডিসেম্বর) ‘ইনফোকম ২০১৬’ র শেষদিনের স্পটলাইট সেশনের প্রধান বক্তা ছিলেন রামদেব। সেখানে নোট বাতিলের বিরুদ্ধে মমতার আন্দোলন নিয়ে তিনি মন্তব্য করেন ‘আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও মনে মনে কালো টাকার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অভিযান সমর্থন করছেন। আপত্তি অভিযানের পদ্ধতি নিয়ে।’

রামদেব জানান, মমতার সততা নিয়ে প্রশ্নই ওঠে না। কারণ, তিনি হাওয়াই চটি পরেন। সাদামাঠা জীবনযাপন করেন।

এরপরেই বাঁ হাতে মাইক্রোফোন ধরে নিজের ডান পা থেকে কাঠের খড়ম খুলে তুলে ধরে দাবি করেন, ‘আমিও খড়ম পরি। সাধুর জীবন কাটাই। আমিই সেই বাবা যে কোনোদিন ব্যাংকে অ্যাকাউন্টই খুলিনি।’

এরপর পতঞ্জলি সংস্থার এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্যবসার যে সাফল্যমন্ত্র শোনালেন, তা এরকম- ‘দুনিয়াকে জয় করার জন্য সর্বাগ্রে নিজেকে জেতা প্রয়োজন!’

আপনার মন্তব্য

আলোচিত