সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৬ ১৪:১০

জনসংখ্যা রুখতে পুরুষদের পুরুষত্বহীন করে দেয়ার পরামর্শ!

ভারতের জনসংখ্যা একশো কোটি ছাড়িয়ে গেছে। এভাবে ক্রমাগত বাড়তে থাকলে অদূর ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনকেও ছাড়িয়ে যাবে ভারত। তাই এই ক্রমবর্ধমান জনসংখ্যা রুখতে পুরুষদের পুরুষত্বহীন করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গিরিরাজ সিং।

রোববার (৪ ডিসেম্বর) ভারতের লোকসভার এক অনুষ্ঠানে তিনি বলেন, "কালো টাকা রুখতে মোদি যেভাবে দেশে ডিমানিটাইজেশন (৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল) করেছেন, সেভাবে দেশে জনসংখ্যা রুখতে পুরুষদের পুরুষত্বহীন করা হোক।"

গিরিরাজ সিং বলেন, "ভারতে বিশ্বের জনসংখ্যার ১৬ শতাংশ বাস করেন। প্রতিবছর দেশটিতে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার সমান মানুষ যোগ হয়। অথচ বিশ্বের পানীয় জলের ৪ দশমিক ২ শতাংশ এবং বাসযোগ্য ভূমির ২ দশমিক ৫ শতাংশ রয়েছে ভারতে।"

গত এক সপ্তাহের মধ্যে দুবার দেশটির ক্ষমতাসীন দলের নেতারা জনসংখ্যা কমাতে পুরুষত্বহীনতার দাওয়াই দিলেন। এর আগে গত বৃহস্পতিবার আরেক জ্যেষ্ঠ বিজেপি নেতা সঞ্জয় পাসওয়ান দেশের জনসংখ্যার স্রোত নিয়ন্ত্রণে পুরুষ ও নারীদের পুরুষত্বহীন ও বন্ধ্যাকরণের কথা বলেছিলেন।

সূত্রঃ দ্যা হিন্দু

আপনার মন্তব্য

আলোচিত