সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৬ ২১:২৮

তামিলনাড়ুর ‘আম্মা’ কে সম্মান জানাতে মাথা ন্যাড়া করছেন ভক্তরা

প্রয়াত তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার বিদেহী আত্মার প্রতি সম্মান জানাতে মাথা ন্যাড়া করছেন তার অগনিত ভক্ত-সমর্থক।

সোমবার (৫ ডিসেম্বর) দিনভর উৎকন্ঠার পর গভীর রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামিলনাড়ুতে শেষবারের মতো তাকে ভালোবাসায় সিক্ত করেন হাজার হাজার ভক্ত-অনুরাগী।

জয়ললিতার মৃতদেহ হাসপাতাল থেকে তার বাসায় নিয়ে যাওয়ার পথে বহু সমর্থক পুলিশের ব্যারিকেড ভেঙ্গে নেত্রীকে এক নজর দেখার জন্য বাসায় ঢুকে পড়ার চেষ্টা করে। ওই সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হিন্দু ধর্মীর রীতিতে আপনজনের মৃত্যুর পর কাছের বা পরিবারের সদস্যরা সদস্যরা মাথা ন্যাড়া করে থাকে। কিন্তু দেখা যাচ্ছে, ভক্ত-সমর্থকরা তার সমাধিস্থলের পাশেই প্লাস্টিকের চেয়ারে বসে লাইন ধরে মাথা ন্যাড়া করছেন। ৬৮ বছর বয়সী এ রাজনীতিবিদ ও অভিনেত্রী ৬ বার যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক তেমনই অভিনেত্রী হিসেবে ৬ বার জয় করেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

আপনার মন্তব্য

আলোচিত