অনলাইন ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৬ ২৩:৫১

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ট্রাম্প

টাইম ম্যাগাজিনের বিবেচনায় 'পারসন অব দ্য ইয়ার' ২০১৬ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের মাগ্যাজিনটি সেরা ব্যক্তিত্ব হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এনবিসিকে ট্রাম্প বলেছেন, এ এক 'বিরাট সম্মান', এটি তার জন্য 'অনেক কিছু'।

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পের এই অর্জন বিশ্বকে আরও একবার চমকে দিল।

বিবিসি বলছে, টাইমের খেতাব জয়ের দৌড়ে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও হারিয়েছেন।

টাইম ম‌্যাগাজিনের ৯০তম 'পারসন অব দ্য ইয়ার' ঘোষণায় বলা হয়েছে, প্রতি বছর এমন এক ব‌্যক্তির নাম ঘোষণা করা হয়, বছরের ঘটনাপ্রবাহে যার দারুণ প্রভাব ছিল।

প্রতিবছর টাইম ম্যাগাজিন তার পাঠকদের জন্য তাদের বিবেচনায় সেরা ব্যক্তিত্ব বেছে নিতে অনলাইনে ভোটের ব্যবস্থা করে থাকে। তবে সার্বিক বিবেচনায় টাইম কর্তৃপক্ষই নির্বাচিত করে 'পারসন অব দ্য ইয়ার'।

আপনার মন্তব্য

আলোচিত