সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৬ ১২:৩৮

‘আম্মা’র মৃত্যুশোকে ৭৭ জনের মৃত্যু!

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব জয়রাম জয়ললিতা সোমবার (৫ ডিসেম্বর) দিনভর উৎকণ্ঠার পর গভীর রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তামিলদের কাছে ‘আম্মা’ হিসেবে পরিচিত এই নেত্রীর অসুস্থতা ও মৃত্যুশোকে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যুর দাবি করেছে তাঁর দল এআইএডিএমকে।

স্থানীয় সময় বুধবার (৭ ডিসেম্বর) এআইএডিএমকের পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, শোকে মৃত ব্যক্তিদের পরিবারকে সর্বসাকুল্যে তিন লাখ রুপি অনুদান দেওয়া হবে।

বিবৃতিতে আরো জানানো হয়, জয়ললিতার মৃত্যুর খবর শুনে শোকে আত্মহত্যার চেষ্টা করেন দলীয় এক নেতা। এ ছাড়া আরো এক ব্যক্তি তাঁর নিজের আঙুল কেটে ফেলেন। এ দুজনকে মোট ৫০ হাজার রুপি দেওয়া হবে। বাকি অর্থ মৃত ৭৭ জনের পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

বিবৃতিতে মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত