সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৬ ১২:৫৫

ইরাকে বিমান হামলা, নিহত ৬০

সিরিয়া সীমান্তবর্তী ইসলামি স্টেট (আইএস) নিয়ন্ত্রিত ইরাকের আল-কায়িম শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৬০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অনেকে।

জঙ্গিদের সদরদপ্তর হিসেবে ব্যবহৃত একটি মসজিদে হামলার লক্ষ্য ছিলো সেনাদের। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলছে লক্ষ্যবস্তু নির্ধারণে ভুল করেছে তারা। এতে বিমান থেকে ছোড়া রকেট গিয়ে পড়ে পাশের একটি আবাসিক এলাকায়।

বিবিসির সূত্রে জানা যায়, বুধবার বিকালে রাজধানী বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার দূরবর্তী ওই শহরে এ হামলার হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৯ জন শিশু ও ১২ জন নারীও রয়েছেন।

ইরাকের গণমাধ্যমে নিহতের সংখ্যা ৭০ জনের বেশি উল্লেখ করা হয়েছে। হামলায় ১২০ জনের বেশি নিহত হয়েছে বলে দাবি করেছে আইএস। জঙ্গিদের দখলে থাকা আল কাইম এলাকাটি সিরিয়া সীমান্তে অবস্থিত।

সূত্র: বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত