সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১২ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৭

নগ্ন ছবি পোস্ট করে আর্ট গ্যালারি ভাঙচুরের প্রতিবাদ

ভারতের জয়পুরে আর্ট গ্যালারি ভাঙচুরের প্রতিবাদ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিলেন প্রতিবাদকারীরা। সেখানে নগ্ন ছবি পোস্ট করে ভাঙচুরের বিরুদ্ধে সরব হয়েছেন অসংখ্য মানুষ।

ন্যুড আর সেমি ন্যুড পেইন্টিং থাকার কারনে রাষ্ট্রীয় হিন্দু একতা মঞ্চের সদস্যরা ভাঙচুর চালায় জয়পুরের এক গ্যালারিতে। হেনস্তা করা হয় শিল্পীকেও। আর এ ঘটনার কথা ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ দেখা দেয় মানুষের মধ্যে।

এরপরই প্রতিবাদের এক অভিনব পন্থা বেছে নেন তারা। অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নগ্ন ছবি। যে কোনো শিল্পীর আঁকা ছবি বা কোনো মন্দিরগাত্রের নগ্ন ভাস্কর্যের ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হচ্ছে #Protestagainstvandalism। এই হ্যাশ ট্যাগেই এখন জয়পুরের ঘটনার প্রতিবাদে সামিল ভারতের জনতা।

আপনার মন্তব্য

আলোচিত