অনলাইন ডেস্ক

১২ ডিসেম্বর, ২০১৬ ২৩:৩৫

উবারের ট্যাক্সিক্যাবে যৌনতা নয়

অ্যাপভিত্তিক ট্যাক্সিক্যাব সেবা উবারে যৌনতা সম্পর্কিত সব ধরনের আচরণের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সম্প্রতি সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে ভারতে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে দ্য এশিয়ান এইজ এক প্রতিবেদনে জানিয়েছে।

গাড়িতে প্রকাশ্যে অন্তরঙ্গ হওয়ার বিষয়ে সতর্ক করে উবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে তারা তাদের গাড়িতে যাতায়াতের জন্য একটা শর্ত আরোপ করেছে। 'নো সেক্স' নামে জারি হয়েছে সেই শর্তাবলী।

ওই শর্তাবলীতে বলা হয়, গাড়ির মধ্যে যাত্রীরা এমন কিছু করতে পারবেন না যা চালকের অস্বস্তির কারণ হতে পারে! অর্থাৎ চুমু-আলিঙ্গন সব কিছুর ব্যাপারেই সতর্ক থাকতে হবে তাদের।

হঠাৎ জারি করা এমন শর্ত প্রসঙ্গে উবার বলছে, হরহামেশাই অভিযোগ ওঠে, তাদের চালকরা যাত্রীর শ্লীলতাহানি করেছেন! কিন্তু উল্টোটাও ঘটে! যাত্রীদের অন্তরঙ্গতা অস্বস্তিতে ফেলতে পারে চালককে। তাই এই বিধিবদ্ধ সতর্কীকরণ! আর শুধু অন্তরঙ্গতাই নয়, চালকের অস্বস্তি এড়াতে একটু বেশি মদ খেয়ে ফেলা যাত্রীরও গাড়িতে ওঠায় নিষেধাজ্ঞা জারি করছে সংস্থা।

আপনার মন্তব্য

আলোচিত