আন্তর্জাতিক ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০১৬ ১০:৫৫

তামিলনাড়ুতে ভার্দাহর তাণ্ডবে নিহত ১০

ঘণ্টায় ১৩০ কিলোমিটার বাতাসের শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ভার্দাহ ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানার পর ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির মধ‌্যে প্রাণ গেছে অন্তত ১০ জনের।

ভারতের সংবাদমাধ‌্যমগুলো জানিয়েছে, তামিলনাড়ুর পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও তাণ্ডব চালিয়েছে ভার্দাহ।

এনডিটিভি জানিয়েছে, সোমবার সন্ধ‌্যায় ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূল অতিক্রম করার পর কয়েক ঘণ্টা ধরে বাতাস আর বৃষ্টির তোড় চলে। সেই সঙ্গে উপকূলে দেখা দেয় জলোচ্ছ্বাস। অবশ‌্য তার আগেই উপকূলীয় নিচু এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হয় ২০ হাজার মানুষকে।

ঝড়ের কারণে চেন্নাই, কাঞ্চিপুরম ও তিরুভাল্লুরের সব স্কুল মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে বলেও এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে সোমবার রাতে চেন্নাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। উপকূলের বিভিন্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। ফলে উপদ্রুত এলাকার মানুষের রাত কেটেছে অন্ধকারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে ঘূর্ণিদুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভামের সঙ্গে কথা বলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

 

আপনার মন্তব্য

আলোচিত