সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০১৬ ১৬:০৫

লন্ডনে শিশুর চুলের ছাঁটে আপত্তি স্কুল কর্তৃপক্ষের, চাকরি ছাড়লেন বাবা

শিশু-কিশোর-তরুণরা তো কতো ধাঁচেই চুল ছাটে। যখন যেমন চুলের ফ্যাশন আসে, তখন সেদিকেই ঝুঁকে তারা। লন্ডনের শিশুটিও নতুন এক ধাঁচে চুল ছাঁটালো। কিন্তু এতেই বেঁকে বসলো তার স্কুল কর্তৃপক্ষ। শিশুটির চুলের ছাঁট তাঁদের কাছে মোটেও ভালো ঠেকেনি। তাকে দেখে অন্য শিক্ষার্থীরাও এভাবে চুল কাটাতে উৎসাহী হতে পারে- এই আশঙ্কায় বাড়িতে ফেরত পাঠানো হলো তাকে।

এ ঘটনায় শিশুর বাবা চিন্তায় এমন অস্থির হলেন যে, অবশেষে সন্তানের দেখভাল করতে চাকরিটাই বাদ দিয়ে দিলেন।

সম্প্রতি উত্তর-পশ্চিম লন্ডনের উইলসডেনে এমন ঘটনা ঘটেছে।

খবরে জানানো হয়, শিশুটির নাম ম্যাকেঞ্জি। সে ওয়েলেসডেনের সেন্ট মেরি কফি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আর ক্রেইগ ইমানুয়েল ও লুসি দম্পতির সন্তান।

বাবা ক্রেইগ ইমানুয়েল বলেন, "স্কুল থেকে আমাদের ডেকে পাঠানো হয়। ম্যাকেঞ্জির চুলের ছাঁট 'যথাযথ' না হওয়ায় স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ বলেছে, ওই চুলের ছাঁটের কারণে স্কুলের 'অন্য শিশুরা বিভ্রান্ত' হতে পারে। তাই চুল ঠিকমতো বেড়ে না ওঠা পর্যন্ত ক্লাসে পাঠানো যাবে না ম্যাকেঞ্জিকে।"

আর স্কুল কর্তৃপক্ষ বলছে, ম্যাকেঞ্জিকে তারা বের করে দেয়নি। এ সমস্যা সমাধানে তারা ম্যাকেঞ্জির মা-বাবার সঙ্গে কাজ করবে।

ইমানুয়েল 'মুজি' নামের জাপানের একটি স্টেশনারি ফার্মে কাজ করেন। ছেলের দেখাশোনার জন্য তিনি ওই প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না বলে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।

সূত্রঃ পিটিআই

আপনার মন্তব্য

আলোচিত