সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৬ ১৪:২১

বাংলাদেশকে নিজের দেশের মতোই ভালোবাসি : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশকে নিজের দেশের মতোই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'বাংলাদেশকে আমি নিজের দেশের মতোই ভালোবাসি, তার চাইতে বেশি বৈকি কম নয় ।'

শুক্রবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক আগে যেমন ছিল, এখনো তেমনি আছে আর আগামী দিনেও একই থাকবে।’

উক্ত অনুষ্ঠানে এ মুখ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, তা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষদিকে এসে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছিল ভারত। এই যুদ্ধে ভারতের বেশকিছু সৈনিকও মারা যান। আর তাই ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধের স্মরণে শুক্রবার সকালে দিল্লিতে অবস্থিত শহীদদের স্মরণে নির্মিত ‘অমর জওয়ান জ্যোতি’তে এই যুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও দেশটির তিনবাহিনীর প্রধানl

আপনার মন্তব্য

আলোচিত