সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৬ ০৯:২৮

তুরস্কে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত

তুরস্কের কাইসেরি শহরে সেনা সদস্য বোঝাই একটি বাসে শনিবার আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৩ সেনা নিহত ও ৫৫ জন আহত হয়েছে। খবর বিবিসির।

প্রাদেশিক গভর্নর সুলেমান কামসি গণমাধ্যমকে জানান, সেনা সদস্যরা কেনাকাটা করতে ওই মার্কেটে গিয়েছিল। আত্মঘাতী হামলাকারী মার্কেটের সামনে পার্ক করা সেনাবাহিনীর বাসটির পাশে আগে থেকেই আরেকটি গাড়িতে বোমা নিয়ে ওঁৎ পেতে বসে ছিল।

স্থানীয় হাসপাতালের সূত্র জানিয়েছে, বাস বিস্ফোরণে আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক। সৈন্য ও সাধারণ মানুষদের বহনকারী বাসটি শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিপরীতে পৌঁছলে বিস্ফোরণ হয়।

তুরস্কের সংবাদ সংস্থা দোগান বলছে, বোমা বোঝাই একটি গাড়ি বাসটিকে আঘাত হানলে বাসটি বিস্ফোরিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

গত সপ্তাহে ইস্তাম্বুলে কুর্দি জঙ্গিদের হামলায় ৪৪ জন নিহতের খবরের মধ্যে শনিবার ফের এ হামলার ঘটনা ঘটল। চলতি বছরে তুরস্ক সিরিজ বোমা হামলার শিকার হয়েছে, যার বেশিরভাগ চালিয়েছে কুর্দি জঙ্গিরা।

আপনার মন্তব্য

আলোচিত