সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৬ ১৩:০৮

স্কুলে ভর্তি হতে ফি লাগবে না, লাগাতে হবে গাছ

স্কুলে ফি দিতে হবে না। তার বদলে গ্রামে গাছ লাগালেই হবে। অভিভাবকদের এই কথাই বলেছে ভারতের ছত্তিশগড়ের অম্বিকাপুরের বারগাই গ্রামের শিক্ষা কুটির স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের চারপাশে রয়েছে বড় বড় গাছ। আর তার মাঝেই অবস্থিত ছোট একটি কুটির। স্কুলটি একটি প্রাথমিক স্কুল। তেমন বেশি শিক্ষার্থীও নেই। প্রায় ৩৫ জন শিক্ষার্থী রয়েছে স্কুলে। তবুও স্কুল ফি রাখছে না স্কুল কর্তৃপক্ষ। উদ্দেশ্য, পরিবেশ দূষণের মাত্রা কমানো। তাই ফির বদলে শিশুদের অভিভাবকদের গাছ লাগানোর কথা বলেছে তারা।

স্কুলের এক শিক্ষক বলেন, গ্রামের গরিব ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করতে আসে। ফি দেওয়ার ক্ষমতা তাদের অনেকের পরিবারেরই নেই। তাই ফি এর বদলে চারা গাছ লাগানোর কথা বলা হয়েছে। এতে পরিবেশ দূষণও যেমন কমবে, তেমনি গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনাটাও চালু থাকবে।

অভিভাবকদের প্রত্যেককে একটি করে গাছ লাগানোর কথা বলা হয়েছে। আর যিনি যে গাছ লাগাবেন, তাকেই সেই গাছের পরিচর্যা করতে হবে। কোনো গাছ মারা গেলে সেই জায়গাতে আবার নতুন গাছ লাগাতে হবে।

স্কুলের এই সিদ্ধান্তে খুশি অভিভাবকরাও। এই সিদ্ধান্তের ফলে গত বছর এই গ্রামে অন্ততপক্ষে ৭০০টি গাছ লাগানো হয়েছে।

সূত্রঃ এনাডু ইন্ডিয়া

আপনার মন্তব্য

আলোচিত