আন্তর্জাতিক ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৬ ১৭:৫০

ভারতের নতুন সেনাপ্রধান বিপিন রাওয়াত

ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল দলবির সিং সুহাগের স্থলাভিষিক্ত হলেন।

গুর্খা রেজিমেন্টে ক্যারিয়ার শুরু করা বিপিন রাওয়াত ভারতের ২৭তম সেনাপ্রধান।

অবশ্য বেশ কয়েকজন সিনিয়র অফিসারকে ডিঙ্গিয়ে বিপিন রাওয়াতকে নিয়োগ দেয়ার বিষয়টি ভারতে বেশ আলোচনার জন্ম দেয়। সেনাপ্রধান হওয়ার দৌড়ে তার থেকে সিনিয়র অন্তত দুইজন কর্মকর্তা অপেক্ষমাণ ছিলেন। তারা হলেন লে. জেনারেল প্রবীণ বক্সি ও পি এম হারিজ।

সিনিয়রদের ডিঙ্গিয়ে বিপিন রাওয়াতকে সেনাপ্রধান করায় ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সমালোচনা করে কংগ্রেসসহ বেশ কয়েকটি বিরোধী দল।

তবে কাশ্মীরসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বিচ্ছিন্নতাবাদ বিরোধী অভিযানে বিপিন রাওয়াতের রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। সম্প্রতি এসব এলাকায় বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সেনা প্রধান হিসেবে বিপিন রাওয়াতকে বেছে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশের পাশাপাশি কঙ্গোতেও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্রিগেড পর্যায়ের নেতৃত্ব দেন বিপিন রাওয়াত।

আপনার মন্তব্য

আলোচিত