সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০২ জানুয়ারি, ২০১৭ ১৪:০৫

ব্রাজিলে বন্দুকধারীর হামলায় নিহত ১২

থার্টিফার্স্ট নাইট উদযাপনকালে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এক বন্দুকধারীর হামলায় তার সাবেক স্ত্রী ও আট বছর বয়সী ছেলেসহ ১২জন নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও ৮জন। এসময় বন্দুকধারী নিজেও মাথায় গুলি করে নিহত হয়।

রোববার (০১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির ক্যাম্পেনিয়াস শহরের একটি বাড়িতে এ হামলা চালানো হয়। হামলাকারীর নাম রামিস ডি এরাইউজো (৪৬)।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির সাও পাওলো রাজ্যের পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে রামিস নামে ওই বন্দুকধারী দাম্পত্য জীবনের কলহের জের ধরে রাগের মাথায় তার সাবেক স্ত্রী ইসয়্যামারা ফিলিয়ার (৪৬) এবং তাদের ছেলে জোয়াও ভিক্টরকে হত্যা করে। এসময় ছোটাছুটি করতে গিয়ে আরও ৯জন নিহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় বাথরুমে পালিয়ে চারজন প্রাণে বেঁচে যায় বলেও জানান কর্তৃপক্ষ।

ওই ভবনের পাশের বাসিন্দারাও গুলির শব্দ পেয়েছিলেন। তবে তাদের ধারণা ছিল, এটা  বর্ষবরণের আতশবাজি। কিন্তু গুলিতে আহত একজন পাশের ভবনে গিয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা সতর্ক হন।

সূত্র: বিবিসি, সিবিসি নিউজ।

আপনার মন্তব্য

আলোচিত