সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০২ জানুয়ারি, ২০১৭ ১৬:০২

তুরস্কে হামলায় আইএসের দায় স্বীকার

তুরস্কের ইস্তাম্বুলের একটি নৈশক্লাবে হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। নববর্ষ উদযাপনের প্রাক্কালে জনাকীর্ণ নৈশক্লাবে চালানো ওই হামলার ঘটনায় ৩৯ জনকে হত্যা করেন এক অস্ত্রধারী।

এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৯ জন। হতাহতদের মধ্যে বেশীরভাগই বিদেশি বলে জানিয়েছে গণমাধ্যম।

সোমবার (২ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে আইএস তুরস্কের ওই হামলার দায় স্বীকার করেছে।

রেইনা ক্লাবে তাদের একজন যোদ্ধা ওই হামলা চালিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের প্রচারিত বিবৃতিতে বলা হয়। হামলার সময় ওই যোদ্ধা গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত