সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৭ ১০:২৪

জেরুজালেমে লরি হামলায় ৪সেনা সদস্য নিহত

জেরুজালেমে ইসরাইলি সেনাদের ওপর লরি হামলায় তিনজন নারী সেনা সহ চার জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ১৫ জন। সেনা সদস্যরা বাস থেকে নামার সময় এ হামলা চালানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার (৮ জানুয়ারি) দক্ষিণাঞ্চলীয় পূর্ব জেরুজালেমের ইসরায়েলই আরমন হানেতিভ এলাকায় এ হামলা হয়। জনপ্রিয় স্থান ‘ওল্ড সিটি অব জেরুজালেম’দেখতে একটি বাসে করে আসা ইসরায়েলই সেনারা বাস থেকে নামার সময় হামলার শিকার হয়।

পাল্টা গুলিতে নিহত হয়েছে হামলাকারী। তিনি জঙ্গিগোষ্ঠী আইএসএর সদস্য বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তদন্তকারীরা জানান, নিহত হামলাকারী ট্রাক চালক পূর্ব জেরুজালেমে ইসরায়েলের অধিকৃত এলাকায় বসবাসকারী একজন ফিলিস্তিনি বলে পুলিশ চিহ্নিত করেছে।

ঘটনার পর জেরুজালেমে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ২০১৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলায় নিহত হয়েছে ৩৫ ইসরাইলি সেনা সদস্য।

আপনার মন্তব্য

আলোচিত