সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৭ ১১:০২

ইউরোপজুড়ে প্রবল তুষারপাত : ২০ জনের মৃত্যু

ইউরোপজুড়ে প্রবল তুষারপাতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। গ্রিক দ্বীপমালা থেকে শুরু করে দক্ষিণ ইতালি পর্যন্ত বরফে ঢেকে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে এ সপ্তাহ জুড়ে ইউরোপে আরও প্রবল তুষারপাতের আশঙ্কা করা হয়েছে।

তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৫ ডিগ্রিতে। বিপাকে পড়েছে বিভিন্ন দ্বীপে আশ্রয় নেয়া শরণার্থীরা। বন্ধ করে দেয়া হয়েছে বেশকটি বিমানবন্দর। এশিয়া ও ইউরোপের সীমান্তবর্তী তুরস্কও ঢেকে গেছে তুষার চাদরে। জাহাজ চলাচল বন্ধ রয়েছে দেশটির বসফরাস প্রণালিতে। ইটালিতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে রাশিয়ায় তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।

১২০ বছরের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা আবহাওয়ায় অর্থোডক্স ক্রিসমাস উদযাপন চলছে দেশটিতে। পূর্ব ইউরোপের দেশগুলোতেও বিপর্যস্ত জনজীবন। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ অবস্থা চলবে আরো অন্তত দুই সপ্তাহ।

আপনার মন্তব্য

আলোচিত