সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৭ ১১:৩৫

রোহিঙ্গা ইস্যু: ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের দাবি জাতিসংঘের

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে এ পর্যন্ত ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি জাতিসংঘ শরণার্থী সংস্থার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

তাদের মতে, শুধু গেলো সপ্তাহেই অন্তত ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর ফলে সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশে মোট রোহিঙ্গা প্রবেশের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজারে।

প্রায় তিন মাস আগে শুরু হওয়া এই সঙ্কটের পর থেকে এখনও রাখাইনে সাংবাদিকসহ জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে।

মিয়ানমার সেনাবাহিনী বলছে, তাদের অভিযান সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে। তবে স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তাবাহিনী রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, হত্যা এবং নারী ধর্ষণও করছে।

তবে হঠাৎ করে কেন বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশের সংখ্যা বেড়েছে তা স্পষ্ট নয়। অবশ্য অভিযোগ আছে সামরিকবাহিনী এখনো সেখানে লাগাতার নির্যাতন চালাচ্ছে। আবার কারো কারো মতে, সেখানকার মানুষ খাদ্য সঙ্কটের কারণে এলাকা ছাড়ছেন।

মিয়ানমার কর্তৃপক্ষ এখনও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে যে লক্ষাধিক রোহিঙ্গা এর আগে নিয়মিত ত্রাণ পেত এখন তাদেরও সাহায্য মিলছে না।

নানা অভিযোগের পরও মিয়ানমার সেনারা নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে। যদিও কেন এত মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে সে বিষয়ে তারা কোনো ব্যাখ্যা দেয়নি।

আপনার মন্তব্য

আলোচিত