সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৭ ১৩:১১

মরক্কোতে নিষিদ্ধ হলো বোরখা

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বোরখা নিষিদ্ধ করেছে আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কো।

স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, বোরখা পরার পাশাপাশি তা তৈরি এবং বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে।

প্রতিবেদনে বলা হয়, সরকার এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি। তবে উৎপাদনকারী ও বিক্রয়কারীদের কাছে বোরখা তৈরি ও বিক্রি বন্ধে লিখিত নোটিশ পাঠানো হয়েছে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শুধুমাত্র পুরো মুখ ঢেকে বোরখা পরার ক্ষেত্রে।

তিনি বলেন, আমরা সব শহর ও রাজ্য শহরগুলিতে সম্পূর্ণরূপে বোরখা আমদানি, উৎপাদন এবং বিপনন নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করেছি।

জানা গেছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে। অপরাধীরা বারবার তাদের অপরাধ চিরস্থায়ী করতে এই পোশাক ব্যবহার করছে।

দেশটিতে কেউ কেউ এই নিষেধাজ্ঞাকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন। আবার অনেকেই একে স্বাগত জানিয়ে বলেছেন, বোরখা মরক্কোর সংস্কৃতির সাথে বেমানান।

আপনার মন্তব্য

আলোচিত