সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৭ ১৬:১৩

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ১৩

সোমালিয়ার রাজধানী মোগাদেসুতে একটি হোটেলে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। জঙ্গিরা ওই হোটেলটি লক্ষ্য করে বন্দুক এবং বোমা হামলা চালিয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী দায়াহ হোটেলের সামনে গাড়িবোমা হামলা চালায়। আক্রান্ত হোটেলটি মোগাদেসুর পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত।

হোটেলের সামনে দু’বার ভয়াবহ গাড়িবোমা হামলা চালানো হয়। একই সঙ্গে হামলাকারীরা হোটেলের ভেতরে গুলি ছোড়ে।

রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আহমেদ জানিয়েছেন, মোগাদেসুর দায়াহ হোটেলে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

প্রথম বিস্ফোরণের পরপরই খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে ছুটে যাওয়া সাংবাদিকদের মধ্যে বেশ কয়েকজন পরবর্তী হামলায় আহত হয়েছেন। হামলায় হোটেলের আশেপাশের বেশ কিছু বাড়ি-ঘর এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত