সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৭ ১৯:০১

গণমাধ্যমই এখন যুক্তরাষ্ট্রের বিরোধী দল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গণমাধ্যমের সম্পর্ক বরাবরই খারাপ। বিভিন্ন সময় গণমাধ্যমকে উদ্দেশ করে বিষোদাগার করেছেন ট্রাম্প। শপথ নেয়ার পরেও গণমাধ্যমের বিরুদ্ধে অসত্য তথ্য পরিবেশনের অভিযোগ আনেন। তবে এবার গণমাধ্যমকে সরাসরি দেশটির বিরোধী দল বলে মন্তব্য করলেন ট্রাম্পের সহযোগী স্টিফেন ব্যানন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ব্যানন বলেন, ‘ট্রাম্প প্রশাসনের কাছে মূলধারার মার্কিন গণমাধ্যমগুলোই বিরোধী দল, ডেমোক্র্যাটিক পার্টি নয়। এগুলোর মুখ বন্ধ রাখা উচিৎ। কেননা এসব প্রতিষ্ঠান আমেরিকাকে বুঝতে ব্যর্থ হয়েছে। তারা এখনো বুঝতে পারেনি যে, কিভাবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।’

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট এবারের নির্বাচনে ট্রাম্পের জয় ঠেকাতে ‘বিশেষ প্রভাব বিস্তারের’ চেষ্টা করেছিল বলেও তিনি অভিযোগ করেন। তার মতে, প্রতিষ্ঠান দুটি তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়।

নির্বাচনী প্রচারের সময় থেকেই মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে বেশ সরব ট্রাম্প। অভিযোগ তুলেছিলেন, নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের। সবশেষ শপথ অনুষ্ঠানে লোকসমাগমের ইস্যুতে গণমাধ্যমের সাথে নতুন করে বিরোধে জড়ান ট্রাম্প। লোকসমাগমের পরিমাণ কম দেখাতে ‘অসত্য তথ্য’ পরিবেশনের অভিযোগ আনেন।

প্রসঙ্গত, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার দলের কৌশলবিদ হিসেবে কাজ করেছেন ব্যানন। ট্রাম্পের জয়ে তার বিশেষ ভূমিকা আছে বলে মনে করেন বিশ্লেষকরা। এখন হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাই তার এ মন্তব্যকে বেশ গুরুত্বের সাথেই দেখা হচ্ছে।   

সূত্র: বিবিসি ও পলিটিকো

আপনার মন্তব্য

আলোচিত