সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৭ ১২:০১

ভূমিকম্পে ফের কেঁপে উঠল নেপাল

তীব্র ভূমিকম্পে আবারো কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৭।

রোববার (২ জুলাই) সকালে ভূমিকম্পের ফলে দেশটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২০১৫ সালের ২৫ এপ্রিল প্রবল ভূমিকম্পের চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে নেপালে। সেই ভূমিকম্পে ১০ হাজারের বেশী মানুষের মৃত্যু হয়। জখম হন বহু মানুষ। নিশ্চিহ্ন হয়ে যায় প্রচুর ঘর বাড়ি। সেই উদ্ধারকাজ চালাতে সময় লেগেছিল বহুদিন। এখনও সেই বিধ্বস্ত অঞ্চলের গঠনের কাজ চলছে। এই কম্পনে ফলে হিমালয়ে নেমেছিল প্রবল তুষারধস। তবে রোববারের তীব্র ভূমিকম্পে ধসের সম্ভাবনা আছে কিনা, তা এখনও জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত