ইন্টারন্যাশনাল ডেস্ক

০৮ জুলাই, ২০১৭ ১০:২০

পুতিন-ট্রাম্প বৈঠকে কী হলো?

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোয়া দুই ঘন্টা বৈঠক করেছেন।

শুক্রবার জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে নিজেদের প্রথম সাক্ষাতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলা জানা গেছে।

গণমাধ্যমে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলাম। আমাদের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেন সংকট, সিরিয়া পরিস্থিতিসহ আন্তর্জাতিক নানা বিষয় উঠে আসে।’

রাশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জঙ্গিবাদ দমন ও সাইবার নিরাপত্তার মতো বিষয় নিয়েও আলোচনা করেন এই দুই নেতা।

আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ায় যুদ্ধ বিরতীতে মতৈক্যে পৌছেছেন। তবে দুদেশের কোন প্রতিনিধি এই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।


জি-২০ সম্মেলনে অংশ নিতে হামবুর্গ সফরে রয়েছেন ট্রাম্প ও পুতিন। শুক্রবার প্রথমবারের মতো দুই নেতার বৈঠক শুরুর আগে ফটোসেশন করেন তাঁরা। এ সময় দুই প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও তাঁদের সঙ্গে থাকা দোভাষী।

আপনার মন্তব্য

আলোচিত